দ্য রেলওয়ে চিলড্রেন - এডিট নেসবিট



বইঃ দ্য রেলওয়ে চিলড্রেন।
লেখকঃ ই.নেসবিট।
ভাষান্তরঃ কাজী আনোয়ার হোসেন।
জনরাঃ কিশোর ক্লাসিক।
পৃষ্ঠাঃ ১৭৯
প্রকাশনীঃ সেবা প্রকাশনী

রবার্টা, পিটার ও ফিলিস। ওরা ভাইবোন। মা-বাবার সাথে শহরে স্বচ্ছল ও আনন্দময় জীবন তাদের। মার অপার স্নেহ কিংবা বাবার ভালবাসা কোনোটার কমতি নেই। পরস্পরের সাথে খুনসুটি, মায়ের কাছে গল্পশোনা, বাবার সাথে খেলাধূলা এসব নিয়েই কাটছিলো দিন। কিন্তু, একদিন হঠাৎ করেই দুজন ভদ্রলোক আসলেন তাদের বাড়িতে। তাদের বাবা জানি কোথায় চলে গেল ওদের সাথে। তারপর একদিন মা বললেন, তারা গরীব হয়ে গেছে। ধীরে ধীরে বাড়ির কাজের লোকদের ছেড়ে দেওয়া হলো। একসময় তারা চলে আসলো একগ্রামে, তিন চিমনীর এক বাড়িতে, পাশেই রেলওয়ে। পরিবেশের সাথে তাদের মানিয়ে নিতে দেরি হলোনা। দারিদ্রতাকে করে নিলোখেলার সাথী। নিত্যনতুন খুঁটসুটিতে পরস্পরের সাথে মেতে থাকলো।
গ্রমাে চলে আসার পর নিয়মিতভাবে ওরা প্রত্যেকদিন যেতে লাগলো রেলওয়েতে। সবুজ ড্রাগনকে হাত নেড়ে বাবার খোঁজ নেই, ওখানথেকে তাদেরকেও হাতনেড়ে সাড়া দেন এক রহস্যময় বৃদ্ধলোক। একেএকে রেলওয়ের ষ্টেশনমাষ্টার, দারওয়ান সবাইকে বানিয়ে ফেললো বন্ধু। এক রাশান লেখক আর ছেলেকে সাহায্যও করলো। রোধ করলো এক মর্মান্তিক দূর্ঘটনাও।
কিন্তু বাবার কথা কী ভুলে থাকা যায়। মাকে কিছু জিজ্ঞেস করেনা ওরা, কীভাবে যেন বুঝে নিয়েছে কষ্ট পাই মা। তাহলে, শেষপর্যন্ত কী ফিরে আসবেনা ওদের বাবা?

ডাউনলোড করতে : ক্লিক করুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !