শুভ্র- হুমায়ূন আহমেদ




ব‌ই : শুভ্র

লেখক : হুমায়ন আহমেদ

ব‌ই পর্যালোচনা  : ‌বইটা দারুন। মনের ভিতর বেশকিছু উপলব্ধি সৃষ্টি করার ক্ষমতা রাখে এই বই। বইটা মুর্হুতে মনকে খারাপ করে আবার মুর্হুতে মনকে উজ্জীবিত করে। কঠিন সব বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। হুবহু এমন না হলেও কম বেশী এরকম কঠিনতার ভিতর দিয়ে সবাই যায়। যারা জীবনে সংগ্রামরত অবস্থায় আছেন তাদের জন্য বইটা হবে অনুপ্রেরণামূলক। কিছু ব্যাপার একটু অসংগতিপূর্ণ ঠেকেছে বইতে। যেমন শুভ্রর বাবা মারা যাওয়ার পরও ওর হাসি হাসি মুখে চা খাওয়া। কোনো ছেলেই সাধারনত এমনটা পারেনা। এছাড়া ওর রাগের বহিঃপ্রকাশ। তবে ঘোর লাগানো বইটা পাঠককে নিয়ে যাবে অন্য এক জগতে। যেখানে রয়েছে বাধাকে ডিঙিয়ে সাফল্যকে জয় করার অদম্য প্রেরণা।
শুভ্র যখন পড়া শুরু করি তখন ঠিক জানতাম না এর গভীরতা কতটুকু। পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম আমি এই উপন্যাসের পাতায় পাতায়।।। মা জাহানারা, বাবার বন্ধু হাবীবুর রহমান, তার মেয়ে বিনু,মীরা, আসমানী এই চরিত্রগুলা ভাল লেগেছে।

ডাউনলোড করতে ক্লিক করুন (Google Drive-12.7MB)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !