হেনরি রাইডার হ্যাগার্ডের বইসমূহ

 


১৯৯০ শতকের অন্যতম সেরা লেখক হিসেব বিবেচিত হন স্যার হেনরি রাইডার হ্যাগার্ড । তার লেখা সাদরে গ্রহন করে সমগ্র বিশ্বের মানুষ। বিশেষত 'অ্যালান কোয়াটারমাই' সিরিজের মাধ্যম তিনি সকলের নজর আসেন ।

যৌবনের বেশিরভাগ সময় কেটেছে সাউথ আফ্রিকায়। তার লেখনিতে তাই কেন্দ্রবিন্দু হয়েছে আফ্রিকা ও এর লোক সংস্কৃতি । 

হেনরি রাইডার হ্যাগার্ডের বইসমূহ


০১. ডাউন 
০২. দ্যা উইচ হেড
০৩. কিং সলোমন মাইনস
০৪. শী
০৫. আলান কোয়াটারমাইন
০৬. জেস
০৭. এ টেল অব থ্রি লায়ন্স
০৮. মাইওয়াস রিভেন্জ
০৯. কলোনেল কুয়ারিক্স
১০. ক্লিয়োপেট্রা
১১. বিএন্ট্রাইস
১২. দ্যা ওয়ার্ল্ডস ডিজায়ার
১৩. এরিক ব্রাইটেস
১৪. নাডা দ্য লিলি
১৫. মন্টেজুমাস ডটার / মন্টেজুমার মেয়ে
১৬. দ্যা পিপল অব দ্য মিস্ট
১৭. হার্ট অব দ্যা ওয়ার্ল্ড 
১৮. জুয়ান হাস্টে
১৯. দ্য উইজার্ড 
২০. ডক্টর থার্ন 
২১. সোয়ালো: এ স্টোরি অব গ্রেট টেল
২২. লাইসবেথ
২৩. পিয়ার্ল মেইডেন 
২৪. স্টেলা ফ্রিগুইলাস; এ স্টোরি অব থ্রি ডেসটিনিস
২৫. দ্য বেথরিন
২৬. আয়েশা; রিটার্ন অব দ্য শী
২৭. দ্য ওয়ে অব দ্য স্পিরিট
২৮. বেনিটা
২৯. ফেয়ার মার্গারেট 
৩০. দ্য ঘোস্ট কিংস
৩১. দ্য ইয়েলো গড
৩২. দ্য লেডি অব ব্লোসমস
৩৩. মর্নিং স্টার
৩৪. কুইন সেবাস রিং
৩৫. রেড ইভ
৩৬. দ্য মাথমা এন্ড দ্য হেয়ার
৩৭. মেরি
৩৮. চাইল্ড অব স্টোন
৩৯. দ্য ওয়ান্ডারার্স নেকলেস
৪০. দ্য হোলি ফ্লাওয়ার্স 
৪১. দ্য আইভরি চাইল্ড 
৪২. ফিনিশড 
৪৩. লাভ ইটারনাল
৪৪. মুন অব ইজরাইল 
৪৫. দ্য এনশিয়েন্ট অ্যালান 
৪৬. শী এন্ড অ্যাালেন
৪৭. দ্য ভার্জিন অব দ্য সান
৪৮. ওইজডম ডটার
৪৯. হিউ হিউ 
৫০. কুইন অব দ্য ডাউন 
৫১. দ্য ট্রেজার অব দ্য লেক
৫২. অ্যালান এন্ড দ্য আইস গডস
৫৩. ম্যারি অব ম্যারিয়নসলে
৫৪. বেলসাজার 

হেনরি রাইডার হ্যাগার্ডের সবগুলো বইই জনপ্রিয়তা পেয়েছে। তার বইগুলো অনূদিত হয়েছে বাংলাতেও। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !