দীপান্বিতা pdf download | নরেন্দ্রনাথ মিত্র

 


নরেন্দ্রনাথ মিত্র বাংলা ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও গল্পলেখক। নরেন্দ্রনাথ মিত্র ১৬ মাঘ, ১৩২৩ বঙ্গাব্দ (৩০ জানুয়ারি, ১৯১৬)-এ জন্মগ্রহণ করেন বাংলাদেশের ফরিদপুরের সদরদিতে। নরেন্দ্রনাথ মিত্র লেখালেখির সূচনা বাল্য কালে। পুরো চার দশক ধরে প্রায় পাঁচশো গল্প লিখেছেন তিনি। শান্ত-নিস্তরঙ্গ পল্লীজীবন, নগরমুখী মফস্বল শহরের ভাসমান মধ্যবিত্ত এবং মহানগরী কলকাতার সীমায়িত এলাকার অভিজ্ঞতা তার উপন্যাসগুলির মূল উপজীব্য।

দীপান্বিতা PDF বইটি আমরা আমাদের সাইটে আপলোড করেছি। দীপান্বিতা বইটি নারায়ণ গঙ্গোপাধ্যায় এর একটি অসাধারন উপন্যাস। আপনি বইটি পড়তে চাইলে অনলাইনে পড়তে পারেন। অথবা চাইলে দীপান্বিতা বইটির PDF কপি ডাউনলোড করে অফলাইনে পড়তে পারেন। 


বইটির পিডিএফ লিংক 

[ লিংক ১ | লিংক ২ ]

 একটায় গুগল ড্রাইভ লিংক দেয়া আছে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !