যৌনতার তত্ত্বের তিন পাঠ pdf download | সিগমুন্ড ফ্রয়েড

 


"যৌনতার তত্ত্বের তিন পাঠ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ

১৯০৫ সালে প্রকাশিত ফ্রয়েডের ‘যৌনতার তত্ত্বের তিন পাঠ’ ভিক্টোরীয় মানসিকতার ধর্মীয় সমাজে বিস্তর নিন্দা কুড়িয়েছিল । ‘যৌনতার তত্ত্ব নিয়ে তিনটি প্রবন্ধে ফ্রয়েড শিশুর মনােকামুকতাকে উপজীব্য করেছেন । এই ধারণা তখন নতুন না হলেও বৈজ্ঞানিক মহলেও পর্যন্ত প্রতিবাদের ঝড় ওঠে। তারা যৌনতার থেকে মনােযৌনতার প্রভেদ করতে পারেননি।

যৌনতার যে ধারণা আমরা বুঝে থাকি, তাতে জীবনের পথ জুড়ে বয়স্কদের যৌন আচরণকে বােঝানাে হয় । তা মনােকামুকতার ধারণা থেকে ভিন্ন বা জীবনের জন্য প্রবৃত্তিতে যুক্ত রয়েছে, ব্যক্তি ও প্রজাতির মধ্যে শাসন ও প্রতিযােগিতায়; অতএব তার এক বৃহত্তর পর্ব রয়েছে ।। ফ্রয়েড সতর্কতার সঙ্গে জননেন্দ্রিয়কেন্দ্রিক যৌনতার থেকে প্রতীক, প্রত, ও যৌন আকারকে স্বতন্ত্র করেন যার সঙ্গে জীবন প্রবৃত্তি জড়িয়ে রয়েছে। ফ্রয়েড যার নাম দেন লিবিডাে’ । লিবিডাের ধারণার সাহায্যে ফ্রয়েড মানব সাইকি ও তার কাজের  রেপ্রিজেন্টেশনে বিপ্লবী ও মহৎ স্থানের অধিকারী হন । যৌনতার প্রবৃত্তি ও মানসিক জীবনের সঙ্গে এর সহজাত সম্পর্ক অনুধাবনে ফ্রয়েডের যুগান্তকারী অবদান গড়ে তােলে। তার রচনা আরাে অগ্রসর না হবার যে ইতিহাসগত কারণ রয়েছে তাতে। অনেক বিষয়ের মত নারীর মনস্তত্ত্ব অনুধাবনেও সীমাবদ্ধতা রয়েছে।


বইটির পিডিএফ লিংক 

লিংক ১ | লিংক ২ | লিংক ৩ ]

দুইটি ফাঁকা লিংক আরেকটি ড্রাইভ লিংক

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !