থ্রিলার জগতের অন্যতম সেরা একটি সিরিজ রবার্ট ব্লচ এর সাইকো সিরিজ । সাইকোলজিক্যাল থ্রিলার বইয়ের মধ্যে একে সর্বকালের সেরা বলেও দাবি করা হয় ।
এখন পর্যন্ত ৩টি বই বের হয়েছে সাইকো সিরিজটির । সাইকো ১, সাইকো ২ ও সাইকো ৩ নামকরণ করা হয়েছে বইগুলোর ।
তিনটি বই বাংলায় অনুবাদ করেছেন জনপ্রিয় লেখক, অনুবাদক অনীশ দাশ অপু । আমরা এই বইগুলোর পিডিএফ আমাদের এই অনলাইন লাইব্রেরীতে আপনাদের খেদমতে পেশ করছি ।
বই : সাইকো ১
লেখক : রবার্ট ক্লচ
অনুবাদ : অনীশ দাশ অপু
সারসংক্ষেপঃ নরম্যান বেটস আর তার মা নরমা বেটস থাকেন পাহাড়ের উপরে। দুজন থাকেন। নরম্যান মোটেল চালান আর বই পড়েন। মা কে খুব ভালোবাসে, মায়ের কাছে সে এখন ৫ বছরের বাচ্চার মত শাসনে রাখেন। নরম্যান কোনভাবে ভুল পথে গেলে, মা ঠিক সামলে নেন।
এক ঝড়ের রাতে মোটেল এসে আশ্রয় নিলেন জেন উইলসন, রুম নাম্বার ৬ এ। সে রাতে না চাওয়া সত্বেও অপ্রত্যাশিত কিছু দেখে ফেলেন নরম্যান বেটস। পরের দিন গায়েব হয়ে গেলেন জেন।
এর পরে মেরি ক্রেন এর বোন লিলি ক্রেন কে খুঁজতে হাজির মেরির প্রেমিক স্যামের দোকানে । আজ বেশ ক’দিন হল সে নিখোঁজ। এদিকে মেরিকে খুঁজতে লিলির পিছু ধাওয়া করেছে এক গোয়েন্দা। কিন্তু সেও নিখোঁজ হয়ে গেল কয়েকদিন পরে ।
শহরে ঘটে চলছে একের পর এক নারকীয় ঘটনা। অন্যদিকে নরম্যান বেটস মায়ের অতিরিক্ত শাসনে ত্যাক্ত হয়ে পড়েছে। চল্লিশ বছর বয়সে এই শাসন ক’জন মেনে চলে বলুন।
কি ছিল সেই নারকীয় ঘটনা, কেন ঘটেছিল, কে ছিল এর পেছনে? মেরি কেন পালিয়েছিল নিজের অফিস থেকে, সে কোথায় এখন? গোয়েন্দা বা কোথায় হারিয়ে গেল? অপেক্ষা করুন শেষ পর্যন্ত, শেষ চমক এর জন্য প্রস্তুত তো?
ডাউনলোড : ক্লিক করুন
বই : সাইকো ২
লেখক : রবার্ট ক্লচ
অনুবাদ : অনীশ দাশ অপু
ডাউনলোড : ক্লিক করুন
বই : সাইকো ৩
লেখক : রবার্ট ক্লচ
অনুবাদ : অনীশ দাশ অপু
ডাউনলোড : ক্লিক করুন