বইঃ দুরন্ত কৈশোর
লেখকঃ কাজী আনোয়ার হোসেন
সিরিজঃ মাসুদ রানা
দুরন্ত কৈশোর মাসুদ রানা সিরিজের অন্যতম সেরা একটি বই। বরাবরের মতো জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের লেখা চমকপ্রদ ও চিত্তাকর্ষক একটি থ্রিলার। বাংলাদেশের থ্রিলার জগতের সেরা নায়ক মাসুদ রানার কৈশোর নিয়ে লেখা এ বইটি। বইয়ে উঠে এসেছে নায়ক মাসুদ রানার শৈশবের এক 'গোপনীয়' ঘটনা ।
এ বইতে মাসুদ রানার সাথে দেখা গিয়েছে সোহানা ও রানার ছোট্টবেলার কাছের তিনজন বন্ধুদের। রানার পিতা-মাতার মৃত্যু, অতঃপর রানার শিক্ষাজীবন ও সে সময়ে ঘটে যাওয়া "সিক্রেট" সেই মিশন পাঠককে নাড়া দেবে অবশ্যই।
মাসুদ রানাকে যারা চিনেন ও জানেন তাদের জন্য রানার শৈশব জানার এ সুযোগ। তেমনি যারা কিশোর থ্রিলার পছন্দ করেন, তাদের জন্যও অত্যন্ত রোমাঞ্চকর হবে এ বইটি।
শুভ্র লাইব্রেরী কর্তৃক এ বইয়ের রেটিং ১০ এ ৮.৫ ।