অনলাইনে কুয়েতের রেসিডেন্সি পারমিট নবায়ন চলছে

 



কুয়েতের বাইরে অবস্থানরত প্রবাসীরা তাদের রেসিডেন্সি পারমিট নবায়ন এখনো অনলাইনে করতে পারছেন।দেশটির সিনিয়র সিকিউরিটি সোর্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল সেয়াসাহ ডেইলি।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট রেসিডেন্সি আ্যাফেয়ারস ৬ মাস বা তার বেশি কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের স্বয়ংক্রিয়ভাবে বাসস্থান বাতিলের প্রক্রিয়া এখনও শুরু করেনি। প্রবাসীরা দেশের বাইরে ৬ মাসেরও বেশি থাকতে পারবেন।

তবে তাদের রেসিডেন্সি পারমিট নবায়ন করতে হবে। এটি অনলাইনে করা যাবে। এতে কোন ঝামেলা ছাড়াই যখনই সম্ভব তারা কুয়েতে তাদের কর্মস্থলে ফিরতে পারবেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী কোভিডের সংক্রমণের কারণে অনেক প্রবাসী নিজ দেশে অবস্থান করছেন। তাদের অনেকের রেসিডেন্সি পারমিটের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে। তাদের অনলাইনে রেসিডেন্সি পারমিট নবায়ন এখনো চলছে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !