ফানুস মৌরি মরিয়ম pdf download

 




"কিছু মানুষের জন্মই হয় ভালোবাসা না পাওয়ার জন্য, কিছু মানুষ জন্ম নেয় ভালোবাসা পেয়ে হারানোর জন্য,আর কিছু মানুষ আছে যারা কখনো ভালোবাসা পায়ই না। সবার বুকের ভেতরই যন্ত্রনা। সবার যন্ত্রণার মাত্রা কি সমান? নাকি কারও বেশি,কারো কম?"


"পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা। আল্লাহই আমাদের একেক জনকে একেক রকম করে বানিয়েছেন। সব সময় নিজেকে সম্মান করবে। তুমি যদি তোমাকে সম্মান না করো,তাহলে অন্যরাও তোমাকে সম্মান করবে না। ঠেসে ঠেসে নিচে নামতে চাইবে।"


ফানুস গল্পের নামকরণ 


মৌরি মরিয়ম আপুর নির্মিত উপন্যাস যার নাম ফানুস তা পূর্বে পাঠকদের নিকট "মেইড ফর ইচ আদার" নামে পরিচিত ছিল। যেহেতু উপন্যাসটি বাংলায় রচিত তাই লেখিকা উপন্যাসের নাম বাংলা করেছেন।


বইটি কেন এমন নাম হলো এই কৌতূহল থেকে বইটি পড়ার ইচ্ছা ছিল প্রচুর। এবং পড়ার পর বুঝতে পারলাম যেন "ফানুস" নামটা সত্যি মানানসই হয়েছে।


ফানুস পাঠ প্রতিক্রিয়া ও অনুভূতি 


"ফানুস" এই নামটা বলতে আমরা বেশিরভাগ মানুষই আকাশে উড়ন্ত ফানুস কে চিনি। কিন্তু এই "ফানুস" পাঠক হৃদয়ে অজস্র অনুভূতি সৃষ্টি করার একটি উপন্যাস। কখনো হাসি, কখনো কান্না,রাগ-অনুরাগ,অভিমান,কষ্ট-আনন্দ সব রকমের অনুভূতি দিয়েছে এই বইটি।


ভালো লাগার জায়গাটা ঠিক কোন শব্দে প্রকাশ করবো তা জানি না। তবে সত্যি এই বইটা পড়ে খুব ভালো লেগেছে। অনেক কিছু শিখিয়েছে,বুঝিয়েছে। ভালোবাসার সঠিক মানে,যে ভালোবাসে সেই তো জানে!


বই বের হওয়ার আগে যে অংশবিশেষ গুলো পড়তাম তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খেতো। কেন একজন অপরজনকে এতো ভালোবাসা সত্যেও তারা আলাদা? কেন একটি সন্তান থাকার পরও আরেকটি বিয়ে করে এবং বিয়ের পর মেনেও নেয় না কি এমন হয়েছিল কি আছে এর ভেতর? এই রকম নানান প্রশ্নের উত্তর খুঁজতে পড়া শুরু করি "ফানুস" আর অবাক করা সব উত্তর পেয়ে অবশেষে শান্ত হাই। প্রতিটি লাইন পড়ার মাঝে যেরকম ভিন্ন ভিন্ন অনুভূতি ছিল ঠিক সেরকমই কৌতুহল ও বাড়ছিল। বারবার যেখানে মনে করি এমন কিছু হতে পারে বা এটা হবে না ঠিক তখনই সেখানে এক ভিন্ন অবাক করা কিছু আবিস্কার হয়। একদমই ভাবনার বাইরে এক অন্যরকম রহস্য উদঘাটন হয়। আর এই কারণেই মৌরি আপুর লেখা বেশ ভালো লাগে।


ফানুস গল্পের চরিত্র


পছন্দের চরিত্রের মধ্যে শিশু চরিত্র 'শুদ্ধ' একটা মাস্টারপিস। এতো নিখুঁত সুন্দর চরিত্র শুধু আমার না,আমার মতে প্রত্যেক পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়ার ক্ষমতা রাখে। এতো কিউট বাচ্চাটা ছোট্ট থেকে তার জীবনে যে সকল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে তারপরও যেন কত স্ট্রোং।


পেট্রা, প্রিয়, নিকিতা সহ অন্যান্য চরিত্রগুলো ও বেশ সুন্দর ও ভালো লেগেছে। কিন্তু 'বাবর খান' এই লোকটার ক্ষেত্রে বলতে চাই একদিক দিয়ে তিনি যা করেছেন সেটা হয়তো শুরুতে মেনে নেওয়ার মতো,কারণ টা বললাম না তাহলে স্পয়লার চলে আসবে। তবে এরপর যা যা করেছেন তা কখনোই মেনে নেওয়া যায় না।


ফানুস গল্পের পছন্দের কিছু উক্তি ও কথা 


উপরের দুটি কথা আমার ভীষণ পছন্দের তার সাথে আরও যেগুলো পছন্দের তা হলো_


• আমি যে দোষ করি না,তার বোঝা কাঁধে নেই না।


• কিছু সত্য দুনিয়ার কাউকে বলা যায় না।


• তার মতো মেয়েদের কাঁদতেও হয় লুকিয়ে লুকিয়ে।


• কিছু কথা থাকে যা নিজেকেও বলতে ইচ্ছা করে না।


• দূরত্ব বাড়লে বিশ্বাসটা আস্তে আস্তে কমে যায়। কারণ, মানুষ প্রতিনিয়ত বদলায়। মানুষকে দিয়ে সব সম্ভব।


প্রচ্ছদ ও প্রোডাকশন 


এই প্রচ্ছদটা এতো সুন্দর এবং পারফেক্ট হয়েছে,কাহিনী ও বইয়ের নামের সাথে মিল পাওয়া যায়। বইয়ের প্রোডাকশন ও বেশ নান্দনিক। তাছাড়া বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি অনেক ভালো ছিল।


সর্বোপরি বলতে চাই, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে এই উপন্যাসটি। আরো সুন্দর সুন্দর বই আমাদের উপহার দেওয়ার জন্য রইলো শুভ কামনা, দোয়া ও অনেক অনেক ভালোবাসা।


ফানুস pdf download




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !