ছায়া এবং কায়া - ফারজানা আহমেদ

 


গল্প গ্রন্থ -- ছায়া এবং কায়া
লেখিকা -- ফারজানা আহমেদ

বহু পাঠক ভূতের গল্প কিংবা অতিপ্রাকৃত ধরনের গল্প পড়তে ভালোবাসেন। পাঠক ভূতের অস্তিত্ব নিয়ে বেশি ভাবে না, কিন্তু ভয় পেতে খুব ভালোবাসে। ভূত ও ভয়ের গল্প পাঠকের অত্যন্ত প্রিয়। হুমায়ুন আহমেদ সহ অনেক বিখ্যাত লেখক পাঠকদের জন্য ভূতের গল্প লিখে গেছেন। তারা তাদের গল্পের মাধ্যমে পাঠককে রীতিমতো ভয়ও দেখিয়েছেন।

ফারজানা আহমেদ অত্যন্ত নবীন একজন লেখক। কিন্তু ফেসবুকে সে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি মুখ। তিনি তার টাইমলাইনে ও বিভিন্ন সাহিত্য গ্রুপে গল্প ও কবিতা লিখে আসছেন। ইতিপূর্বে ফারজানা আহমেদের আরও দুটো বই প্রকাশিত হয়েছে। একটি কবিতার বই "বর্ণিল ভালোবাসা", অন্যটি গল্পের বই -- "স্বপ্নের গল্প"।

তার সদ্য প্রকাশিত গল্পের বই হচ্ছে 'ছায়া এবং কায়া'। এই গ্রন্থে মোট ছয়টি অতিপ্রাকৃত গল্প আছে। গল্পগুলি হচ্ছে -- ছায়া এবং কায়া, ভূতের এলাকায় একদিন, অতৃপ্ত মানব ছায়া, ঘাতক, প্রেত মেয়ে ও দৈত্য আর ঝড় জল। আমি সবগুলো গল্পই পড়েছি। গল্পগুলো পড়ে আমি ভয়ে কাতর হয়েছি। সত্যি বলতে কী! কিছু কিছু ব্যাপারে এখনও রীতিমতো ভয়ে আচ্ছন্ন হয়ে আছি।

ফারজানা আহমেদের গল্পগুলোর বৈশিষ্ট্য হচ্ছে -- পাঠককে আশ্চর্য ভয় দেখানো। লেখার ভাষা, গল্পের ফর্ম পাঠককে ভাবাবে, বিস্মিত করবে এবং একটি রহস্যময় জগতে নিয়ে যাবে। যেখানে এক অদ্ভুত ভৌতিক পরিবেশে নিয়ে গিয়ে আপনার চেতনাকে আচ্ছন্ন করে রাখবে।

গল্পে লোমহর্ষক রহস্যময় খুনের ঘটনাও আছে। 'ঘাতক' গল্পে কক্সবাজারের একটি রহস্যময় বাড়িতে রাশেদকে এক সুন্দরী প্রেত রমণী বাথরুমের ভিতর টুকরো টুকরো করে খুন করে। যার রহস্য পুলিশও উদঘাটন করতে পারেনি।

'ভূতের এলাকায় একদিন' গল্পে তৃষা নামে একটি মেয়ে ভূতরূপী কয়েকটি অলৌকিক মানুষের কবলে পড়েছিল। সে তার উপস্থিত বুদ্ধিমত্তায় সেই রহস্যময় ভূতের এলাকা থেকে পালিয়ে এসে নিজেকে রক্ষা করতে পেরেছিল। এই ছাড়াও বইটিতে হাড়হিম করা এমন কয়েকটি গল্প আছে, যা আপনাকে ভাবাবে।

ফ্লাপপেজের উদ্ধৃতি দিয়ে বলছি --'অলোকিক ঘটনা অবলম্বনে ফারজানা আহমেদ তার গল্পগ্রন্থ " ছায়া এবং কায়া" নিয়ে পাঠকের সামনে উপস্থিত হয়েছেন। ছমছমে পরিবেশ গা শিউরে ওঠা ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠবে। অলৌকিক ঘটনা নিয়ে গল্প উপস্থাপনে ফারজানা আহমেদ সফলভাবে এগিয়ে যাবে সে কামনা করি।

পাঠকের হৃদয় স্পর্শ করুক তার প্রতিটি গল্প। শুধু স্পর্শ নয়, থাকবে ভয়, কি জানি কি হয়! কি হচ্ছে এসব! আমি কি শুন্যে ভাসছি? নাকি নিচে শুয়ে কারো সাথে গল্প করছি।

এই ধরণের প্রশ্ন পাঠকের হৃদয়ে জেগে উঠুক। গল্পকার রয়েছেন এইসব উত্তর নিয়ে তার গল্পগ্রন্থ "ছায়া এবং কায়া" তে। বইটি পাঠক জনপ্রিয়তা অর্জন করুক সে কামনা করছি। বই হোক অবসরের সঙ্গী।'

'ছায়া ও কায়া' বইটি প্রকাশ করেছে ঢাকার ধ্রপদী পাবলিকেশনস। প্রচ্ছদ এঁকেছেন -- সোহেল আনাম। মুল্য -- ২০০ টাকা। বাংলা একাডেমি আয়োজিত একুশের বইমেলায় বইটি পাওয়া যাবে।




ডাউনলোড 

[Link will be added soon]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !