ডন কুইক্সোটকে বলা হয় সাহিত্যের জগতের শ্রেষ্ঠতম লেখনী। এটিকে ক্লাসিকের মর্যাদা দেওয়া হয়েছে। যদিও অন্যান্য ক্লাসিক এর থেকে এর ভিন্নতা লক্ষনীয়। সারভান্তেস প্রথম যখন ১৬০৫ সালে বইটি লেখেন তখন একে কমেডি সাহিত্য হিসেবে দেখা হতে থাকে। কমেডি সাহিত্য হিসেবে এর আবির্ভাব খুব একটা চোখে পড়ার মত হওয়ার কথা ছিল না, কিন্তু কালক্রমে এর গ্রহণযোগ্যতা বাড়তেই লাগলো। সারভান্তেস ১৬১৫ সালে বইটির ২য় খন্ড প্রকাশ করলেন এবং একসময় একে ট্রাজেডি সাহিত্য হিসেবে আখ্যায়িত হতে লাগলো।
ডন কুইক্সোটকে নিয়ে সবচেয়ে বেশি যে উন্মাদনা লক্ষ করা যায় সেটা হলো, সারভান্তেস নাকি একটি অলিখিত অধ্যায় বইটিতে যুক্ত করেন নি। বলা হয়, কেউ যদি এই অপ্রকাশিত অধ্যায়টি পড়তে পারতো তবে সে জীবনের অর্থ বুঝতে পারতো। যদিও এই সম্পর্কিত কোন দলিল কখনোই প্রমাণিত হয়নি। এটা নিয়ে এখনো বিতর্ক চলছে, এমনকি #ম্যানিয়াক নামে একটা টিভি সিরিজ এ এটা নিয়ে একটা এপিসোড আছে।
কেন ডন কুইক্সোট একটা কমেডি হয়েও এতো মাতামাতির জন্ম দিল? কেন অন্যান্য ক্লাসিক এর থেকে এটার প্রকাশ ভিন্ন? আপনি কেন ডন কুইক্সোট পড়বেন?? আমরা একটু গল্পের ভেতর যাই।
গল্পের শুরুই হয়েছে সাধারণ এক বর্ণনা ভঙ্গি দিয়ে। স্পেনের লা মানচার কোনো এক গ্রামে ( গ্রামের নাম আমি মনে করতে চাই না) থাকতেন এক ভদ্রলোক নাম কুইক্সাডা। নাম যাই হোক ভদ্রলোক এর বয়স পঞ্চাশ এর কোঠায়......
খুব স্বাভাবিক গতিতে গল্প এগিয়ে চলে। গল্পের চরিত্র নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না যেখানে লেখক নিজেই তাকে নিয়ে উদাসিন। এক সময় আমরা জানতে পারলাম কুইক্সাডা নাইটদের বীরত্বগাথা পড়তে পড়তে এতটাই আত্মভোলা হয়ে গেলেন যে তিনি নিজেকে নাইট ভাবতে লাগলেন এবং অভিযান এ বের হলেন। আর নাইটদের অভিযান মানেই পার্শ্বচর। সাথে নিয়ে নিলেন এক সামান্য কৃষক সানকো পানজাকে। শুরু হয়ে গেলো তাদের রোমহষর্ক অভিযাত্রা, আর পদে পদে হতে থাকলেন ভাগ্যের নির্মমতার শিকার।
ডন কুইক্সোট এর মূল বক্তব্যটাও আসলে সেখানেই। আইডিয়ালিজম আর ম্যাটারিয়ালিজম এর দ্বন্দ্ব। জীবন এবং মৃত্যুরও সম্ভবত। #কুইক্সোটিক শব্দটাই এখন চরম অবাস্তব কোন ঘটনার বর্ণনা করে। বই পড়ে পড়ে কুইক্সাডা বাস্তবতা গুলিয়ে ফেলেন। নাহলে তিনি কেন নিজে থেকে এক মনগড়া অভিযান রচনা করবেন।
লেখক তার গল্পের প্রতিটি পাতায় পাঠককে এই প্রশ্নই করে যাবেন, কুইক্সাডা কি আসলেই একটা বদ্ধ পাগল; নাকি সেই ঠিক, তার মত করে। সমাজ কি মনে করছে তা আসলে গুরুত্বপূর্ণ নয়?
তাহলে চলুন ডন কুইক্সোট এর সাথে এক বিপদসংকুল অভিযানে। দেখুন সারভান্তেস এর প্রকাশিত অধ্যায় গুলোতে জীবনের অর্থ খুঁজে পান কিনা।