প্রফেসর গণিত স্পেশাল

 



এতদন্য নতুন আঙ্গিকে , বর্ধিত কলেবরে প্রকাশ করা হয়েছে এবারের সংস্করণটি । বিগত বছরের নিয়োগ প্রশ্নসমূহ বিশ্লেষণ করলে দেখা যায় , যে কোনাে চাকরি পরীক্ষায় সাধারণত যেসব অংক আসে তার প্রায় সবগুলােই মাধ্যমিক শিক্ষা স্তর তথা স্কুল পর্যায়ে । কিন্তু পার্থক্য হলাে তখন ১০ - ১২টি অল্প সমাধানের জন্য সময় থাকতে ৩ ঘণ্টা বা ১৮০ মিনিট । কিন্তু চাকরির প্রতিযােগিতামূলক পরীক্ষায় ১০০ নম্বরের MCQ উত্তরের জন্য সময় দেয়া হয় ৬০ মিনিট ও ২০০ নম্বরের জন্য ১২০ মিনিট । সেই হিসেবে একটি প্রশ্ন অনুধাবন করে এর বৃত্ত ভরাট করতে সময় পাওয়া যায় মাত্র ৩৬ সেকেন্ড । তার উপর কোনাে প্রশ্নের মুল বৃত্ত ভরাট করলে পরীক্ষাভেদে রয়েছে ০ . ৫০/ ০.২৫ নম্বর কাটার বিধান । অথচ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর থেকে দীর্ঘদিন গণিত অনুশীলন না করায় অনেকের পক্ষে স্বল্প সময়ে দ্রুত ও সঠিকভাবে অঙ্কগুলো সমাধান করা সম্ভব হয় না । এ থেকে উত্তরণের জন্যই প্রকাশ করা হয়েছে বিশেষ টেকনিক অবলম্বনে প্রফেসরস গণিত স্পেশাল। 


প্রফেসর গণিত স্পেশাল অনুশীলনে আপনি গণিত প্রশ্নের উত্তর দ্রুুুুতসময়ের মধ্যে সমাধান করতে পারবেন । এছাড়া গণিতে দূর্বলতা কাটিয়ে উঠতে প্রফেসর গণিত স্পেশাল আপনাকে অনেক অনেক সাহায্য করবে । তাহলে বন্ধুগণ! দেরি না করে ডাানলোড করে নিন । 


ব‌ইটি ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন ]




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !