একটা গোয়েন্দা উপন্যাস পড়া শুরু করলেন! পড়তে পড়তে শেষে এসে দেখলেন, শেষের যে দু-এক অধ্যায় রহস্যের সমাধান রয়েছে সেই অধ্যায় গুলো নেই! কেমন লাগবে তখন? এরপর চিন্তা করলেন যে, আচ্ছা থাক সে অধ্যায় গুলো কেন নেই সেটা নিয়ে লেখকের সাথে কথা বলবেন। কিন্তু, জানতে পারলেন যে লেখক মারা গেছে এবং সেটা ছিল আত্মহত্যা। তখন কেমন লাগবে সেটা? জানতে ইচ্ছে করবে না কেন লেখক রহস্যের জট না খুলে আত্মহত্যা করল?
.
ঠিক এমনই একটা গল্প নিয়ে "ম্যাগপাই মার্ডার্স" এর কাহিনী এগোতে থাকে! এ যেন একটা উপন্যাসের রহস্য উদ্ধার করতে গিয়ে তৈরী হয়ে গেল অন্য আরেকটা উপন্যাস। প্রথম দিকে লেখক অ্যান্টনি উপন্যাসের যে চরিত্র গুলো আছে সেগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতেই প্রায় একটা অধ্যায় শেষ করে ফেলবে! যেটা প্রথম দিকে বিরক্তি কর লাগলেও শেষ দিকে সেটার উপকারীতা পাবেন! মনে হবে আসলে এটা করার দরকার ছিল। এছাড়া বাকি কাহিনী যত সামনে আগাবে মাঝেমাঝে বোরিং লাগবে কিন্তু হঠাৎ করে একটা টুইস্ট এসে আপনার মনযোগ ছিনিয়ে নিবে! সব কিছু মিলিয়ে উপন্যাসের কনসেপ্ট "একের ভিতর দুই" এই টাইপের যেটা আমার কাছে ভালো লেগেছে।
.
অনুবাদ নিয়ে বলতে গেলে, আমার পড়া এটাই সায়েম সোলায়মান ভাইয়ের প্রথম অনুবাদ। সে দিক থেকে আমি অনুবাদ নিয়ে সন্তুষ্ট! আমার কাছে ভালো লেগেছে! অনুবাদ সাবলীল ছিল! নো অবজেকশন!
.
কাহিনী সংক্ষেপঃ-
সু্য্যান রাইল্যান্ড একটা প্রকাশনীর সম্পাদক! তার প্রকাশনী থেকে জনপ্রিয় লেখক অ্যালান কনওয়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অ্যাটিকাস পান্ডের আটটি বই প্রকাশিত হয়েছে যার সব কয়টি বই'ই ছিল বেস্টসেলার। তিনি এখন সম্পাদনা করছেন অ্যালান কনওয়ের অ্যাটিকাস পান্ডেকে নিয়ে নবম বই "ম্যাগপাই মার্ডার্স"। ম্যাগপাই মার্ডার্সের পান্ডুলিপি পড়তে গিয়ে দেখলেন যে উপন্যাসটা শেষ করা হয়নি। শেষের যে দু-এক অধ্যায়ে রহস্যের সমাধান হবে সেটা নাই পান্ডুলিপিতে! শেষ অধ্যায় গুলো কেন দেওয়া হয়নি সেটা নিয়ে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারলেন অ্যালান কনওয়ে মারা গেছে এবং সেটা নাকি ছিল আত্মহত্যা। এটা নিয়ে সন্দেহ শুরু হয় সু্য্যান এর মনে। অ্যালন কনওয়ে কি আসলেই আত্মহত্যা করছে নাকি খুন হয়েছে? তিনি আত্মহত্যাই বা কেন করবেন আর কেউ তাকে খুনইবা কেন করবে? তার উপন্যাসের শেষ অধ্যায় গুলো খুঁজে না পাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? এই ব্যাপার গুলো নিয়ে চিন্তা করে সু্য্যান হয়ে ওঠে সম্পাদক থেকে গোয়েন্দা। এবং বের করে আনে সত্যটা!
বইঃ ম্যাগপাই মার্ডার্স
লেখকঃ আন্টনি হরোউইটয
প্রকাশনীঃ চিরকুট
পৃষ্ঠাঃ ৪৬৪
বইটি ডাউনলোড করতে
[ এখানে ক্লিক করুন ]